কমিউনিকেশন সিস্টেমস্ ও নেটওয়ার্কিং
ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস পয়েন্ট
পাবলিক প্লেসে ইন্টারনেট সংযোগ দেয়ার জন্য ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস পয়েন্ট ব্যাবহার করা হয়।
বিভিন্ন মোবাইল ডিভাইসে ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস কার্ড বা এডাপ্টার এর মাধ্যমে সংযোগ দেয়া হয়।
দুই ধরনের ওয়্যারলেস ইন্টারনেট এক্সেস পয়েন্ট রয়েছে –
১. মোবাইল নেটওয়ার্ক,
২. হটস্পট।
ব্রডব্যান্ড (Broad Band)
- ১ Mbps হতে অত্যন্ত উচ্চগতি পর্যন্ত হয়ে থাকে।
- কো-এক্সিয়াল কেবল ও অপটিকাল ফাইবারে ডেটা ট্রান্সফারে Broad Band ব্যবহৃত হয়।
- স্যাটেলাইট ও মাইক্রোওয়েভ কমিউনিকেশন এও ব্যবহৃত হয়।
ভয়েজ ব্যান্ড (Voice Band)
- ৯৬০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- সাধারনত টেলিফোনে এই ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।
- কম্পিউটার থেকে প্রিন্টারে কিন্বা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরে এই ব্যান্ডউইডথ ব্যবহৃত হয়।
ন্যারো ব্যান্ড (Narrow Band)
- ন্যারো ব্যান্ড সাধারনত ৪৫ থেকে ৩০০ bps পর্যন্ত হয়ে থাকে।
- ধীরগতি ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- টেলিগ্রাফীতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়।
- একে Sub-Voice Band বলা হয়।
Bandwidth(ব্যান্ডউইডথ) – ডেটা ট্রান্সমিশন স্পিড
এক স্থান হতে অন্য স্থানে কিন্বা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ডেটা ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইডথ বলা হয়। ব্যান্ডউইডথ সাধারনত Bit per Second (bps) -এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতিসেকেন্ডে যে পরিমান বিট ট্রান্সমিট করা হয় তাকে bps বা Bandwidth বলে।
ডেটা ট্রান্সমিশন স্পিডকে তিনভাগে ভাগ করা যায়। যথা-
ডেটা কমিউনিকেশন কী?
কম্পিউটার কিন্বা অন্যকোন যন্ত্রের মাধ্যমে ডেটাকে এক স্থান হতে অন্যস্থানে কিন্বা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রকৃয়াই হচ্ছে ডেটা কমিউনিকেশন।