ক্লাশ ১: সংখ্যাপদ্ধতি ও ডিজিটাল ডিজাইন

আজকে আমরা একটা বাইনারি সংখ্যাকে অক্ট্যালে রূপান্তর করা দেখব।

ধর আমাদের নির্বাচিত বাইনারি সংখ্যাটি হলো (১১১০০১০১১) এবং আমরা এই বাইনারি সংখ্যাটাকে অক্ট্যালে রূপান্তর করব।
প্রথমেই বাইনারি সংখ্যাটিকে ডান পাশ হতে তিনটি করে ডিজিটে আলাদা করি –
১১১ ০০১ ০১১
এইবার প্রতিটি ভাগের ডেসিমাল মান বের করি
১১১ হলো ৭
০০১ হলো ১
০১১ হলো ৩
এখন ডেসিমাল মানটিকে পাশা পাশি বসাও –
৭১৩ ব্যাস অক্ট্যাল সংখ্যায় রূপান্তর হয়ে গেল।
সুতরাং (১১১০০১০১১) = (৭১৩)

এখানে আপনার মন্তব্য রেখে যান